জাবিতে শাফি স্মৃতি লোকপ্রশাসন ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন পিএ ডেঞ্জারস

 প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১২:২৭ অপরাহ্ন   |   খেলাধুলা

জাবিতে শাফি স্মৃতি লোকপ্রশাসন ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন পিএ ডেঞ্জারস


মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি):


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন  বিভাগের অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় পিএ ব্লসমসকে ৩৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পিএ ডেঞ্জারস।


গতকাল রবিবার(৪ জুন) বেলা সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের স্কুল এ্যান্ড কলেজ মাঠে শাফি স্মৃতি লোকপ্রশাসন ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


ফাইনাল ম্যাচে পিএ ব্লসমস টসে জিতে পিএ ডেঞ্জারসকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে পিএ ডেঞ্জারাস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত ছিলেন পারভেজ হোসেন।


জবাবে ব্যাট করতে নেমে ৮ ওভার ৫ বলে ৫৬ রানে সবকয়টি উইকেট হারায় পিএ ব্লসমস।


এবারের আসরে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ও সেরা ব্যাটসম্যান হয়েছেন আব্দুল লতিফ লিয়ন, উদয়ীমান খেলোয়ার স্বীকৃতি পেয়েছেন চৌধুরী এবং ম্যান অফ দ্য ফাইনাল হয়েছেন পারভেজ হোসেন। এছাড়া এবারের টূর্ণামেন্টের সেরা বোলার হয়েছেন পিএ ডেঞ্জারস এর ওয়াজহাতুল ওয়াস্তি।


ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক মনির উদ্দিন শিকদার, সহকারী অধ্যাপক আবু সাইফ মুহাম্মাদ পুলক আনাম সহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।


প্রসঙ্গত, লোকপ্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিবছর শাফি স্মৃতি লোকপ্রশাসন ক্রিকেট লীগ অনুষ্ঠিত হয়। রীতি অনুযায়ী, স্নাতক (সম্মান) প্রথমবর্ষ থেকে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের একত্র করে দল গঠন করা হয়।


#...

খেলাধুলা এর আরও খবর: